BanshkhaliTimes

তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক

আজ তুরাগের পানির রঙ রক্তলাল!  বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলীগ-জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত দুই শতাধিক। ধারণা করা হচ্ছে আহতদের সংখ্যা আরো বাড়তে পারে!  শনিবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে উত্তেজনা শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে তা রূপ নেয় সংঘর্ষে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

পুলিশ ওপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত থেকেই বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের সমর্থিত তাবলীগ-জামাতের মুসল্লিরা অবস্থান করছিলেন। ফজরের নামাজের আগে থেকে সা’দপন্থী মুসল্লিরা লাঠি, ছাতা ও ব্যাগ নিয়ে ইজতেমা মাঠের অন্যদিক দিয়ে প্রবেশ করতে শুরু করে। ফজরের নামাজের পর থেকে সা’দপন্থী মুসল্লিরা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কয়েক দফা সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত কমপক্ষে ২০০ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন বলে জানাগেছে। আহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে স্থান সংকটে পার্শবর্তী প্রাইভেট ক্লিনিকেও কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *