—————সিরিয়া————
-মুহাম্মদ তাফহীমুল ইসলাম
যেই শিশুটির সময় এখন ইচ্ছে মতো খেলার
জীবন গড়তে স্বপ্ন দেখে দু’চোখ খানা মেলার।
হঠাৎ করেই তারই মাথায় ভেঙ্গে পড়ে পাহাড়
লড়তে থাকে জান বাঁচাতে নেয় না মুখে আহার।
ঈমান বলে রক্ত ঢালে কালেমা পাঠ মুখে
দ্বীন বিজয়ে সামনে ছুটে অসীম সাহস বুকে।
বুলেট এসে শরীর বিদে বেরিয়ে যায় পিঠে
শহীদ, গাজীর তাজা রক্তে উর্বর হয় ভিটে।
ছেলের লাশটি কাঁধে নিয়ে বাবা ছুটে কবরে
আল্লাহ তুমি বলেছিলে মজা আছে সবরে।
কপাল মাঝে চুমু দিয়ে চির নিদ্রা পাড়িয়ে
তুমি রহমান সেখান থেকে দাও মোদের তাড়িয়ে।
শুধু তোমায় মালিক বলায় জীবন যাচ্ছে আজ
এর ফলে নিশ্চয় তুমি পড়াবে মাথায় তাজ।
আর তো সয় না ওগো মালিক এবার মুক্তি দাও
ক্ষমা করো মোদের পাপকে এবার এদিক চাও।
ওরা সবাই মারছে মুসলিম এক দলেতে ভিড়িয়া
তারই প্রমাণ শিশুর রক্তে রক্তাক্ত আজ সিরিয়া।
আল্লাহ তুমি বিজয় করো হঁটাও শত্রু জালিম
নয়তো প্রভু দাওগো তুমি দ্বীন বিজয়ের তালিম।