সমাজ এখন
মুহাম্মদ তাফহীমুল ইসলাম
সমাজ এখন আগের মতো
নেইতো পিছে আর,
চারদিকে খুলছে দেখি
নিত্য নতুন দ্বার।
যে পথটি অপথ ছিলো
সেটা হলো পথ,
তবে একটু ভিন্ন হলো
সুপথ হলো বদ।
মানুষ জাতি দিনে দিনে
হারাচ্ছে তার মান,
শিক্ষা ছাড়া হচ্ছে সবাই
জাতির নেতা,খান।
বয়স বাড়ার সাথে সাথে
যাচ্ছে কমে লাজ,
পশু শ্রেণীর সকল কাজ
মানুষ করছে আজ।
সকল খারাপ কাজের দিকে
ছুটছে মানুষ দলে,
এমন হলে পরিনতিও
আসবে খারাপ ফলে।