কোরবানি
মুহাম্মদ তাফহীমুল ইসলাম
রবের ক্ষমা তিনিই পাবেন
সব’চে বেশি জানি
রবকে খুশি করতে যিনি
করেন তো কোরবানি।
হালাল টাকায় প্রাণী কিনে
কোরবানিটা দিলে
রব খুশি হন,এবং যে তাঁর
অনুগ্রহ মিলে।
হালাল টাকায় খরচ করো
রবকে কাছে পাবে
নয়তো কোন লাভ হবেনা
সব বিফলে যাবে।।