শরীর ধুয়ে যে স্রোত
তান্নি চৌধুরী
নিশিগন্ধার ডালে যেখানে সন্ধ্যা নামে, নিকষ কালো রাত এসে থামে;
সেখান হতে আর ঘরে ফিরতে মন টানে না।
যেমন করে বহুদিন বাবা ঘরে ফেরে না,
যেমন করে কেউ বলে না ফেরার কথা।
নির্জন মেঠো পথে,
সারস পাখিটি সঙ্গী বিহীন বসেছিল যেথায়,
ডুকরে কেঁদে মুখ লুকালো শালিক ডানার ব্যথায়;
সেই পথ হতে ফিরে আসতে মন চায় না।
যেমন করে লাজুক মেয়েটি ঘরে ফেরে না।
সিন্ধু পাড়ের ঘরটি হতে,
গভীর ঢেউয়ে শরীর ধুয়ে যে স্রোত টানে বুকে;
সেখান হতে তীরে ফিরতে মন টানে না।
যেমন করে জল ছেড়ে মেঘ রোদ চায় না।
যেমন করে সেও ফেরে না;
আমার তেমন ফেরার জন্য মন টানে না।
আরও পড়ুন :