তান্নি চৌধুরীর কবিতা / ভালোবাসি

BanshkhaliTimes

ভালোবাসি

তান্নি চৌধুরী

তোমাকে হারানোর ভয়ে আমি পিছিয়ে গেছি শত ক্রোশ পথ।
বেমালুম চেপে গেছি শেষ রাতের দুলে ওঠা ইতিহাস।
তুমি চোখ দেখতে চাইলেই আমি সন্তর্পনে আড়াল করি কম্পিত ঠোঁট।
তোমার ক্রমশ কাছে আসা আমাকে লুকিয়ে রাখে আমার মাঝে।
প্রিয় ডাক শুনে আমি আরো পিছিয়ে যাই।
নৈঃশব্দের আলিঙ্গন আমায় ক্ষত বিক্ষত করে।
তোমাকে হারানোর ভয়ে আমি পালিয়ে বেড়াই।
মন নিয়ে কাছাকাছি থাকাতে তুমি ক্লান্ত হলেই মুখোমুখি হবার ভয়ে আমি তটস্থ হই।
যত্নে চেপে রাখি সকল অপারগতা।
ভালোবাসায় ক্লান্তি আসেনা কেন?
ক্লান্ত হলেই আমি নির্ভয়ে তোমাকে দেখাতে পারি প্রাচীন গল্পের বই।
করুণ কোনো নিখুঁত তৈলচিত্র।
যদি মানতে না পারো,
তারপর তুমি ধীরগতিতে পিছিয়ে যাবে এক পা, দু পা, তিন পা….
ক্রমশ পিছিয়ে যাবে।
এটাও কি সম্ভব বলো?
এতো সহজে সম্পর্কের গাঁটছড়া ধীরে ধীরে খুলেও যায়!
আদৌ এমনটা মেনে নিতেই হয়!
আমি মানতে পারিনি তোমার বাঁধন হতে মুক্ত হওয়া।
ভাবতে পারি না তুমি হতে আমি ছিটকে পড়ার দুঃসময়।
তোমাকে ভালোবেসেই আমি জুড়ে থাকি চারপাশ।
আর তোমাকে হারানোর ভয়েই আমি পিছিয়ে আসি কয়েক পা!

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *