প্রেমানুবাদ
তান্নি চৌধুরী
কে বলেছে সুবোধ তুমি!
সর্বনাশী, সর্বগ্রাসী
বিধ্বংসী বারুদ জ্বেলে
পোড়াও মনের ভূমি।
বেঘোর রাতের ঘুম ভাঙালে
তন্দ্রাহারা, ছন্নছাড়া
উড়ে এসে বসলে জুড়ে
দখল করে নিলে।
কেমন তোমার ভালোবাসার স্লোগান!
পাগলপারা, আত্মহারা
ভালোবেসে থেকো পাশে
অটুট রাখো প্রমাণ।