পুরুষ একটি নিষিদ্ধ গন্দম
তান্নি চৌধুরী
মার্জিনে শরীর রেখে তুমি মন এগিয়ে দাও আমার দিকে।
শাদা পৃষ্টা ভরিয়ে রাখো কাল্পনিক চুমুতে।
শরীর জুড়ে সোনা রোদ মেখে সুপুরুষ হও;
রুমালে মেখে রাখো লাল রঙ।
আমার দিকে কপটতা ঠেলে দিয়ে অধিকারের গল্প শোনাও;
আমায় ভূষিত করো পদ্ম সাজিয়ে রাখা সরোবর রূপে।
মার্জিনে এনে রাখো মায়া চোখ,
সমুদ্র সঙ্গম ও উর্বর জমি।
ফাঁকা পৃষ্ঠায় পেন্সিলে এঁকে দাও কাল্পনিক সংসার।
প্রাচীন দিব্যি মুখস্থ করে সত্যবাদী সুদর্শন হও;
আগলে রাখো অন্য বাহু, নীল টিপ, বিনুনির অবিন্যস্ত রূপ।
জলে ভেজা ঠোঁট নিয়ে আমায় বলো তৃষ্ণার্ত কাকের গল্প,
মরুপ্রদেশে হেঁটে যাওয়া ক্লান্ত উঁটের গল্প।
তুমি আসলেই এক নিষিদ্ধ গন্দম।
মার্জিনের উর্বরতায় বেড়ে উঠো,
আর আমাকে বলো শুকিয়ে যাওয়া করুণ গল্প।