ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব বাঁশখালী (ডুসাব) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা- ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কার্জন হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা এস. এম. রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জসিম চৌধুরীসহ ডুসাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দঈ
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ‘আগামীর সম্ভাবনাময় বাঁশখালী এগিয়ে যাবে তোমাদের মত প্রতিশ্রুতিশীল ও মেধাবী তরুণদের হাত ধরে, বাঁশখালীকে এগিয়ে নিতে হলে সব ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এসময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।