মোহাম্মদ জাবেদ হাসান অমি: ঢাবি ছাত্রলীগ সূর্যসেন হলের অর্থ-সম্পাদক হলেন বাঁশখালীর তানজিরুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলে আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যেক হলের ক্ষেত্রে শীর্ষ দুই পদ— সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভাট্টচার্য নিজেদের ফেসবুক টাইমলাইনে আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অনুমোদনপত্রে সাক্ষর করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
নতুন কমিটিতে মাস্টারদা সূর্যসেন হলের সভাপতি হলেন মোহাম্মদ মারিয়ার জামান খান এবং সাধারণ সম্পাদক সিয়ার রহমান।
উল্লেখ্য, উক্ত হল কমিটিতে অর্থ-সম্পাদকে পদে রয়েছে বাঁশখালীর কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তানজিরুল ইসলাম। তানজিরুল ইসলাম বলেন, আমি বাঁশখালীর কালিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গুনাগরির আব্দুর রহিমের ছেলে ছেলে, মাতা – জোসনা আকতার।
পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে অনার্স চতুর্থ বর্ষে। থাকি মাস্টারদা’ সূর্যসেন হলে। সদ্য ঘোষিত সূর্যসেন হল ছাত্রলীগের কমিটিতে অর্থ সম্পাদক হওয়ায় আমি অনেক আনন্দিত। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ন্যায় এবং সত্যের পথে অবিচল থেকে ছাত্রলীগের সামনের রাজনীতিতে এগিয়ে যাওয়ার আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমি যেটা মনে করি, ছাত্র রাজনীতি মূলত ছাত্রকে ঘিরেই হওয়া উচিত এবং ছাত্রবান্ধব এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়া উচিত যা মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করবে। বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী হিসেবে অবিচল থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।