ডেস্ক: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সি ইউনিটে ৯৯৪ তম স্থান অধিকার করেছে বাঁশখালীর আরো একজন! নাম তার সাবিকুন নাহার। সে বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার অনুভুতি ব্যক্ত করতে গিয়ে সে সবার কাছে দোঅা চেয়েছে। সে সকলের নিকট দোয়া কামনা করে বলেছে যাতে পথচলা সুন্দর ও মসৃণ হয়।
বাঁশখালী উপজেলার চাপাছড়ি গ্রামের ডক্টর প্রফেসর আবদুল করিম সাহেবের বাড়িতেই তাদের বাড়ি।
আরেকজন চান্স পাওয়া ছাত্র হলো আবুল হাসান সাঈদি। খ ইউনিটে তার মেধাক্রম ১৭৩।
সে সিটি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করেছে।
সে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
তার বাড়ি পুইছড়ি ইউনিয়ের মওলার পাড়ায়।
সে পুইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মরহুম শিক্ষক গোলাম রাব্বানীর ছোট ছেলে।
উল্লেখ্য, বাঁশখালীর কয়েকজন শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে চান্স পেয়েছে বলে জানা গেছে।