তাফহীমুল ইসলাম- প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে পাসের হার রয়েছে ১৪%। এতে পাসের তালিকায় স্থান পেয়েছে বাঁশখালীর কৃতি সন্তান, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার মেধাবী ছাত্র মুহাম্মদ আরাফাত। তার মেধাক্রম ১৬৭০। প্রাপ্ত নাম্বার ১৩১.৮০।
উল্লেখ্য আরাফাত বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সন্তান। তার পিতার নাম- ওসমান গণি, মাতার নাম- রহিমা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কেমন লাগছে জানতে চাইলে আরাফাত বাঁশখালী টাইমসকে জানান- আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তা’য়ালার দরবারে শোকরিয়ার মস্তক অবনত করছি। দীর্ঘদিনের লালিত স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পেলাম। ভাবতেই ভালো লাগছে সীমাহীন। বহু কষ্টের সার্থকতা পেলাম আজ। সকলের নিকট দোয়া কামনা করছি- যাতে পথচলা শুভ হয়।
মুহাম্মদ আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের গৌরব অর্জন করায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা, আমরা বৈলছড়ীবাসী গ্রুপসহ বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে।