BanshkhaliTimes

ঢাবিতে চান্সপ্রাপ্ত বাঁশখালীর আরো দুই শিক্ষার্থী মাহমুদুল হাসান ও আরজু আক্তার

ডেস্ক: দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বাঁশখালীর শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে!

বাঁশখালীর আরাফাত, সাবিকুন নাহার ও আবুল হাসান সাঈদীর পর এবার যোগ হয়েছে বাঁশখালা গ্রামের মাহমুদুল হাসান ও বাহারছড়ার আরজু আক্তারের নাম!

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের মাহমুদুল হাসান খ ইউনিটে ১২৮ তম স্থান অধিকার করেছেন।

তিনি চট্টগ্রাম কলেজ থেকে এবার এইচএসসিতে ৪.৮৫ পেয়ে পাশ করেছেন।

দরিদ্র পরিবারের সন্তান মাহমুদুল হাসান প্রথমে কওমী মাদ্রাসায় পড়েছেন। পরে জেডিসি ও দাখিল পাশ করেছেস পালেগ্রাম হাকিমিয়া মাদ্রাসা থেকে। তিনি গোল্ডেন এ +পেয়েছিলেন তখন।

তিনি তার পড়ালেখা সুন্দরভাবে চালিয়ে যেতে সকলের কাছে দোঅা চেয়েছেন।

বাঁশখালীর আরেক শিক্ষার্থী আরজু আক্তার। খ ইউনিট থেকে ১২২১ তম মেধাক্রমে পাশ করেছেন।

তার বাড়ি উত্তর বাহারছড়া (দিঘীর পাড়া)। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। এর আগে তিনি পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

তিনিও সবার কাছে দোঅা কামনা করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *