BanshkhaliTimes

ঢাবিতে কক্সবাজার স্টুডেন্ট’স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

BanshkhaliTimes

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “কক্সবাজার স্টুডেন্ট’স ফোরাম” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার টিএসসি ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে চার শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এক পর্যায়ে আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজারের প্রতিটি শিক্ষার্থীকে দেশ গড়ার যোগ্য কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এ কারিগর তৈরির কারখানা। তাই, পড়ালেখার পাশাপাশি নিজেকে দেশের জন্য তৈরি হতে হবে।
এ সময় কক্সবাজারের সকল শিক্ষার্থীদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করার আহবান জানান।

সংগঠনের সভাপতি রাসেল রহমানের সভাপতিত্বে ও স্টুডেন্ট’স এসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের সাধারণ সম্পাদক আবু রাশেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফররুখ মাহমুদ, বিপিবিএল’র হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ ও ঢাকা জজকোর্টের আইনজীবী নাজমুস সাকিব।
পুরো আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পী।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *