ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে যেখানে পাশের হার ১০%-১৪% এ সেখানে একে একে বাঁশখালীর শিক্ষার্থীরা টিকে যাচ্ছে মেধাক্রমে! এবার ইকবাল ও আরকান নামের আরো দুজনের চান্স পাওয়ার খবর জানা গেছে।
পুরো নাম ইকবাল হোসেন ফয়সাল। খ ইউনিটে যার মেধাক্রম ৯৫১! সে চট্টগ্রাম কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে।
দাখিল পাশ করেছে পালেগ্রাম হাকিম মিয়া মাদ্রাসা থেকে। তার বাড়ি ৫নং কালীপুর ইউনিয়নে। সে সবার কাছে দোঅা কামনা করেছে।
ঢাবিতে চান্সপ্রাপ্ত আরেক শিক্ষার্থীর নাম আরকান। ঢাবির ‘গ’ ইউনিটে ৯২ তম হয়েছে সে। বাঁশখালীর গন্ডামারা ইউননিয়নে তার বাড়ি বলে জানা গেছে।
উল্লেখ্য, বাঁশখালীর আরাফাত, সাবিকুন নাহার, আবুল হাসান, মাহমুদুল হাসান ও আরজু আক্তার নামে ৫ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে এবার চান্স পেয়েছেন।