ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বাঁশখালী টাইমস: দেশবরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল বিকাল ৪ টায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এতে বক্তব্য রাখেন- পেশাজীবী নেতা ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম, দক্ষিন জেলা আওয়ামীলীগ সেক্রেটারি মফিজুর রহমান, কর্মসূচির সঞ্চালক সাংবাদিক রিয়াজ হায়দার, দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ সুচিন্তা ফাউন্ডেসনের এড. জিনাত সোহানা, কাউন্সিলর গিয়াস উদ্দিন, নারীনেত্রী হাসিনা জাকারিয়া, রেহানা কবির রানু, সায়েরা বানু রৌশনী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগের ইয়াছিন আরাফাত কচি, শফিউল আজম জিপু প্রমুখ।

বক্তারা বলেন- যারা ড. জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত তারা দেশের শত্রু।
অবিলম্বে দোষী ও ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *