গতরাতে বাঁশখালীর ৫নং কালীপুর ইউনিয়নের গুনাগরী ২নং ওয়ার্ডে এক সিএনজি ড্রাইভারকে ছুরির অাঘাতে রক্তাক্ত করে সিএনজিটা ছিনতাই করার খবর পাওয়া গেছে।
ছিনতাইকারীরা ১,০০০ টাকা দর করে মইজ্জারটেক থেকে তাকে গুনাগরীতে নিয়ে অাসে। গুনাগরীতে এনে তার হাত বন্দী করে তাকে অাঘাত করে তার সিএনজি নিয়ে যায়। জীবন বাঁচাতে ড্রাইভার দৌড়ে পাশের অাক্কাসের দোকানের সামনে এসে দরজায় চিৎকার শুরু করলে দোকানি অাক্কাস বের হয়ে তাকে দেখে মেম্বার অানোয়ারুল অাজিমকে ফোন করে ঘটনাটা জানান।
মেম্বার পুলিশকে জানালে পুলিশ এসে ড্রাইভারকে মেডিকেলে নিয়ে যান। ড্রাইভারের বাড়ি পটিয়া বলে জানা গেছে।