ডেন্টাল পরিষদের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

বাঁশখালী টাইমস: ‘সবুজে সাজবে নগরী’ এই স্লোগানকে সামনে রেখে বিনামূল্যে ৩০০০ চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।

বাঁশখালীর সন্তান বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সংগঠক, সমাজকর্মী ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি দীপক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে তিন হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসের সাথে কথা বলেছেন সংগঠনের সভাপতি দীপক কান্তি বড়ুয়া, তিনি বলেন- “অব্যাহত পাহাড় ধ্বস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। বাংলাদেশ ডেন্টাল পরিষদ শুধু দেশের তৃনমূল জনগোষ্ঠীর দন্ত চিকিৎসা সেবার মধ্যেই সীমাবদ্ধ নয় তারা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন সেবামূলক কাজে নিজেদেরকে অন্তর্ভুক্ত রেখেছে।”
তিনি আরও বলেন- “আমরা ঋষি মঠ, সনাতন মৈত্রী সংঘ ও চট্টগ্রাম নার্সিং ইনস্টিটউটকে চারা বিতরণ করে আসছি। আগামীতে বাঁশখালী উপজেলায় ১০ হাজার চারা বিতরণের পরিকল্পনা রয়েছে”

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও সংগঠক খনরঞ্জন রায়, ডেন্টাল পরিষদের সাধারণ সম্পাদক শান্তনু, অর্থ সম্পাদক রাজেশ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *