BanshkhaliTimes

ডেঙ্গু টেস্টে বাঁশখালী মা-শিশু হাসপাতালে ৫০% ছাড়ের ঘোষণা

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: ভয়ংকর এডিস মশার কামড়ে মরণব্যাধি ডেঙ্গুজ্বর সারাদেশে মহামারির আকার ধারণ করেছে। ঢাকায় প্রায় ৩ লক্ষ মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। চট্টগ্রামেও ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজেও আশংকাজনক হারে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে।
এমতাবস্থায় ডেঙ্গু শনাক্তকরণে ৫০% ছাড়ের ঘোষণা দিয়েছে বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ।
আজ ২৭ জুলাই রাতে এক জরুরী মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে বাঁশখালী টাইমসকে জানান হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের। তিনি বলেন- ‘ডেঙ্গু হঠাৎ করে মহামারির আকার ধারণ করছে। বাঁশখালীর জনসাধারণ যেন সহজে ও সুলভে ডেঙ্গু শনাক্ত করতে পারে সেজন্য আমাদের এ উদ্যোগ। সাধারণত ৫০% ছাড়ে আমরা ডেঙ্গু শনাক্তের সেবা প্রদান করবো। এরপরেও এসময়ে যেকোন জ্বর আক্রান্ত হতদরিদ্র রোগী অপারগ হলে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ টেস্ট করবো ইনশা আল্লাহ।’
তিনি আরও বলেন- ‘ডেঙ্গুর মতো মহামারি হতে জাতিকে নিরাপদে রাখতে সরকারী হাসপাতালগুলোর পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ হতে বেসরকারি হাসপাতালেরও এগিয়ে আসা উচিৎ।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *