BanshkhaliTimes

ডিজিটাল নিরাপত্তা আইনে ২ জনের বিরুদ্ধে পুকুরিয়ার চেয়ারম্যানের মামলা

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: ফেসবুকে অপপ্রচার ও মানহানির অভিযোগ এনে পুকুরিয়ার ২ ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ১ নং পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন। অভিযুক্তরা হলেন পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মহিউদ্দীন তালুকদার মাহি (২৮) ও একই এলাকার মনু মিয়ার ছেলে নুরুল আলিম (৪০)। গত ১৬ মে বাঁশখালী থানায় দায়েরকৃত এই মামলা সূত্র জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর প্রেক্ষিতে বাঁশখালী থানায় দায়েরকৃত মামলা নং ২৭, ধারা ২৫/২৬/২৯ নং।

এ প্রসঙ্গে মামলার বাদী পুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন বাঁশখালী টাইমসকে বলেন, আসামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর পোস্ট করে। ৩/৪ টি পোস্টে মিথ্যা ও মানহানিকর তথ্য দিয়ে নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ করেছে। এছাড়াও এদের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন- অভিযুক্তদের মধ্যে মহিউদ্দিন একজন অস্ত্র মামলার আসামী তাছাড়া বিভিন্ন দেশদ্রোহী অপকর্মের সাথেও সে জড়িত। এসব কাজে আমি বাঁধা দিলে তারা আমার বিরুদ্ধে ক্ষেপে যায়। তাই আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হলাম।’

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল কবীর পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে চাঁদপুর গ্রামের দুই জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *