শেখেরখীল প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার রাতে শেখেরখীল আনচুর মিয়াজি পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাত ধৃত হয়েছে।
চেয়ারম্যান পরিষদের পাশে বসে তারা আনচুর মিয়াজি পাড়ার একটি বাড়িতে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল খামার বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে শেখেরখীলের চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী লোকজনসহ নিয়ে তাদের ধরতে গেলে ৩ জনতে সক্ষম হয়। আঠারো জন ডাকাতের মধ্যে বাকি ১৫ জন পালিয়ে যায় বলে জানা গেছে।
ডাকাতদের মধ্যে রশিদ নামের যে সে ডাকাতসর্দার বলে জানা গেছে। বাকি দুজনের মধ্যে আজগর নামে একজন ডাকাত রশিদে ভাতিজা ও অন্যজন ভাগিনা বলে জানা গেছে। তাদেরকে ধরে ধোলাই দিয়ে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে।
তবে অভিযোগ উঠেছে, এদের মধ্যে একজন নয়, সাধারণ নিরীহ মানুষ।