BanshkhaliTimes

টেস্টে মাহমুদুল্লাহ্ রিয়াদের তৃতীয় সেঞ্চুরি

টেস্টে তৃতীয়বারের মতো শতরানের দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। গত মাসে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রিয়াদ। ওই ম্যাচে ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রিয়াদ। সেই ম্যাচে ১১৫ রান করেছিলেন তিনি।

মিরপুরে টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসের ব্যাট করছে বাংলাদেশ। এখন চা বিরতি চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪৭১ রান। ১১১ রান করে অপরাজিত আছেন মাহমুদইল্লাহ রিয়াদ। ২৬ রান করে অপরাজিত আছেন তাইজুল ইসলাম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *