নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৬.৪ ওভারে ১১১ (ব্রাফেট ০, পাওয়েল ৪, হোপ ১০, অ্যামব্রিস ৭, চেজ ০, হেটমায়ার ৩৯, ডোরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; মিরাজ ৭/৫৮, সাকিব ৩/২৭)।
ওয়েস্ট ইন্ডিজ ২ম ইনিংস: (ফলোঅন) ৫৯.২ ওভারে ২১৩ (ব্রাফেট ১, পাওয়েল ৬, হোপ ২৫, অ্যামব্রিস ৪, চেজ ৩, হেটমায়ার ৯৩, ডোরিচ ৩, বিশু ১২, রোচ ৩৭ ,ওয়ারিকিয়ান ০, লুইস ২০* ; মিরাজ ৫/৫৯, তাইজুল ২/৪০, সাকিব ২/৬৫ নাঈম ১/৩৪)।