টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে এলেন মোস্তাফিজুর রহমান এমপি

সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ পাঠ শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত করে এলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।

BanshkhaliTimes

আড়াই শতাধিক এমপির বহরে ছিলেন বাঁশখালী আসন থেকে ২য়বারের মতো নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এই বহরে সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিয়াজুদ্দিন সুমন, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, কালীপুরের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীলের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিন, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চট্টগ্রাম জজ কোর্টের এপি পি এডভোকেট রায়হাদ চৌধুরী, সাবেক শীলকুপ চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সালাহ্উদ্দিন সাকিব, ছাত্রলীগ নেতা ফাহিম, নাদিম, ইকবাল, মাহফুজসহ আরও অনেকে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *