টি-টোয়েন্টিতে ২১৫ রান তাড়া করে জেতা সহজ নয়। এর আগে দুই শতাধিক রান তাড়া করে জেতার রেকর্ড ছিল না বাংলাদেশের। কিন্তু আজ শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ২১৫ রান তাড়া করে জয় তুলে ইতিহাস গড়ল টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন তাতে ২১৫ রানের লক্ষ্যও সহজ মনে হয়েছিল। এরপর সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে রোমাঞ্চকর জয় ধরা দেয় বাংলাদেশের হাতে।
তামিম-লিটন ভালো সূচনা এনে দেওয়ার পর সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলে বাংলাদেশ। তাতে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে টাইগাররা।
এই জয়ের ফলে নিদাহাস ট্রফির ফাইনালে যাওয়ার পথটি এখনো খোলা থাকল বাংলাদেশের জন্য।
২১৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পায়। উদ্বোধনী জুটিতে তামিম ও লিটন ৭৪ রান তোলে জয়ের ভিত গড়ে দিয়ে যান। এরপর লিটন ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন। সেখান থেকে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৯.২ ওভারেই শতরান তোলেন তামিম। কিন্তু পরের বলেই আউট হয়ে যান দেশসেরা ওপেনার। যাওয়ার আগে ২৯ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪৭ রান করে যান। তৃতীয় উইকেটে মুশিফক ও সৌম্য ৫০ রান তোলেন।