বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীন।
গতকাল (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দীনের বাড়ি বাঁশখালী উপজেলার খানখানাবাদ গ্রামে। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবদুস সবুরের সন্তান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের মাননীয় বিচারপতি বোরহান উদ্দিনের ছোট ভাই।
তিনি বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইতোপূর্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।