
বাঁশখালী টাইমস: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ১৬ বাঁশখালী আসনে মহাজোটের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী টানা দ্বিতীয়বারের মত এমপি হতে যাচ্ছেন।
সকাল আটটায় শুরু হওয়া ভোটে সারা বাঁশখালীতে একযোগে ভোটগ্রহণ চলে। একটানা চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। যদিও বেলা বারোটার পর থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে থাকে।
দুপুর বারোটার দিকে কেন্দ্র দখলের অভিযোগ এনে ও পূণঃনির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন স্বতন্ত্রপ্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম।
বিকেল তিনটার পর থেকে কোনো কোনো কেন্দ্রে ভোটাররা ভোট দিতে এলেও তা ছিল হাতেগোনা!
এদিকে বাঁশখালীর সরল বড়ইতলীতে দুইপক্ষের সংঘর্ষে আহমদ কবির নামে একজন নিহত হয়েছে গতরাতে। এছাড়া বাঁশখালীর কাথরিয়া, ছনুয়া, শেখেরখীল, পুকুরিয়া, সরলে বিচ্ছিন্ন ঘটনায় ১০ জনের মতো আহত হয়েছে। আহতদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে আগত ফলাফলে অন্যদের চেয়ে মোস্তাফিজুর রহমান এগিয়ে রয়েছেন।