শীলকূপ প্রতিনিধি : আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল চারটার দিকে শীলকূপ টাইম বাজার চৌমুহনী এলাকায় বাঁশখালী সুপার সার্ভিসের একটা বাস আরেকটা বাসকে ওভারটেক বিপরীত দিক থেকে আসা বেশ কয়েকটা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুষড়ে যায় এবং পাশের দোকানে গিয়ে ধাক্কা লাগে।
একই সাথে কয়েকটা সিএনজির সাথে সংঘর্ষ হওয়ায় আহতের সংখ্যা বিশের অধিক বলে জানা গেছে। আহতের উপজেলাস্থ মেডিকেল ও হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।