বড়ঘোনা প্রতিনিধি: গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় টর্নেডো আক্রান্ত শতাধিক ক্ষতিগ্রস্থ ঘর বাড়ি,দোকানপাট পরিদর্শন করলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম।
সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাপিয়া মোক্তার,গণ্ডামারা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আলী হায়দার চৌধুরী আসিফ।
জহিরুল ইসলাম পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, উপজেলার পরিষদের পক্ষ থেকে এবং নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৪ শে জুলাই বড়ঘোনার সকাল বাজারে মাত্র ২ মিনিটের ঘূর্ণিতাণ্ডবে শতাধিক ঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়।