বাঁশখালী টাইমস: পুর্ব চাম্বল সোনারখীলের টর্নেডো আক্রান্ত এলাকা পরিদর্শন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা সভাপতি আলহাজ্ব আরিফুর রহমান সুজন। এসময় তার সাথে ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন,শেখেরখীল শাখা সভাপতি আশেক এলাহী,গন্ডামারা সভাপতি আলী হায়দার চৌধুরী আসিফ,সাংস্কৃতিক সম্পাদক আতিক,চাম্বল শাখার যুগ্ম- সাধারণ সম্পাদক আসিফ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ফয়সাল,সহ সাংগঠনিক সম্পাদক বোরহান,দপ্তর সম্পাদক সিফাত,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিনহাজ,সদস্য আব্দুল্লাহ,মিসকাত,আলাওল কলেজ শাখার সহ-সভাপতি মিনহাজ, সাধারন সম্পাদক রিয়ান মো: বখতেয়ার,সাংগঠনিক সম্পাদক শাকিল প্রমুখ।
পরবর্তীতেতে ক্ষতিগ্রস্থ ৭ টি পরিবারের মধ্যে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি করে চাল,১ কেজি ডাল,২ কেজি পিয়াজ,২ কেজি আলু ও সেমাই বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৪ জুন হঠাৎ চাম্বল সোনারখীল এলাকার উপর দিয়ে একটি শক্তিশালী টর্নেডো বয়ে যায়। এতে করে ক্ষনিকের মধ্যে এলাকার বেশ কয়েকটি বাড়ি লন্ডভন্ড হয়ে যায়।