BanshkhaliTimes

জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচকেই কঠিন হিসেবে ধরা হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কঠিন ম্যাচেই দারুণ জয় তুলে নিল বাংলাদেশ।

রোববার দ্য ওভালে রেকর্ড রাঙা রানে জয়ে শুরু হল মাশরাফিদের বিশ্বকাপযাত্রা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
কিউইদের বিপক্ষেও ভালো করার প্রত্যাশা জানালেন বাংলাদেশ অধিনায়ক। ওভালের গ্যালারিতে বাংলাদেশকে প্রচুর দর্শকের সমর্থন জানাতে দেখে অভিভূত মাশরাফি ম্যাচ শেষে বলেন, ‘সত্যি বললে দর্শকদের দেখে আমি অভিভূত।

তারা পুরো ম্যাচে আমাদের হয়ে গলা ফাটিয়েছে। সব দর্শককে ধন্যবাদ। আশা করি পরবর্তী ম্যাচগুলোতেও তারা আমাদের সমর্থন দিতে আসবে।’

তিনি বলেন, ‘আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও আমরা ভালো খেলব।’ প্রথমে ব্যাট করে বাংলাদেশ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে ছয় উইকেটে ৩৩০ রান করে। জবাবে আট উইকেটে ৩০৯ রান করতে পারে প্রোটিয়ারা। ২১ রানে জয় পায় বাংলাদেশ। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *