জয়নাল আবেদীনের কবিতা- ‘ক্ষমাই ধর্ম’
ক্ষমাই ধর্ম
জয়নাল আবেদীন
আর কত কাল থাকবো আমি
হয়ে বলির পাঁঠা ,
লোকে এখন ডাকে আমায়
কলিকালের জেঠা।
রাজ বেনিয়ার দস্যি ঘোড়া
আছাড় খেয়ে হলো খোঁড়া,
ধর্মের ভাই পাক হানাদার
লেজ গুটিয়ে দিলো দৌড়া।
আর. এস, পি. এস গত এখন
বি.এস মূলে দেশটা,
দখলদার হয়ে ও আমার
ঘাঁড়ে ঝুলে লাশটা।
আমার দেশে আমি এখন
খাঁটি এক কলুর বলদ,
মাফ করো গুরু আমায়
যদি কোথাও হয় গলদ।
আরও পড়ুন :