জেলেদের ভিজিএফের চাল বিতরণ করলেন প্যানেল মেয়র হারুন

পৌরসভা প্রতিনিধি: সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্টকালের জন্য জাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়ে হয়েছে। সে আলোকে আজ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ৬১ জেলে পরিবারের মাঝে ভিজিএফের চাল তুলে দিয়েছেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হারুন।
বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে প্যানেল মেয়র বলেন- “গত মাসেও আমরা জেলেদের মাঝে চাল বিতরণ করেছি। সরকারের নির্দেশনা মেনে জাটকা ধরা থেকে বিরত থাকায় এবং তাদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে। আমার কাছে ৫০০ জেলের কার্ড আছে। ক্রমান্বয়ে সবাইকে দেয়া হবে।”

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *