বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহানের সাথে বাঁশখালী টাইমসের এক সৌজন্য সাক্ষাৎ গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাউদ্দিন সাকিব।
এসময় তাঁর হাতে বাঁশখালী টাইমসের সৌজন্য কপি তুলে দেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত।
আলাপকালে বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ (আংশিক) উপজেলার দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার জাহান বলেন- ‘বাঁশখালীর মানুষ আমার আত্মার আত্মীয়, আমি ডাক পেলেই ছুটে যাই প্রান্তিক মানুষদের কাছে। মানুষদের দুর্দশা ও অসহায়দের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এই অর্থ বছরে শুধু বাঁশখালীতেই এক কোটিরও বেশি টাকার বরাদ্দ-অনুদান দিয়েছি। বাঁশখালীর মানুষ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং আমাকে অন্তর থেকে ভালোবাসেন।’
তিনি আগামীতেও বাঁশখালীর উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
‘বাঁশখালী টাইমস’ এর উদ্দেশ্যে তিনি বলেন- আমি সোস্যাল মিডিয়াতে এক্টিভ থাকার সুবাদে এ পোর্টালের বিভিন্ন আপডেট পেয়ে থাকি। এটি বাঁশখালীর আপামর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলেই মনে হয়েছে আমার।’
এতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিদুল ইসলাম বুলবুল,
তাঁতীলীগের কেন্দ্রীয় নেতা রাশেদ চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নুল আবেদিন ফরহাদ, মোঃ শাহেদ প্রমুখ।