
বাঁশখালী টাইমস: করোনায় কার্যত স্থবির হয়ে পড়েছে দেশ। থেমে গেছে শিক্ষাব্যবস্থাও। এ পরিস্থিতিতে স্কুল কলেজ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধের আভাস দিলে জেএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ‘অনলাইন ক্লাস’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অনলাইন ক্লাস পরিচালনা করছে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ও মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাঁশখালীর ছেলে ইমরানুল হক।
এ প্রসঙ্গে ইমরানুল হক বাঁশখালী টাইমসকে বলেন- জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে তারই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিকালে ছাত্রদের কথা চিন্তা করে এই উদ্যোগ নেয়া হয়েছে। ছাত্রদলের এই উদ্যোগ ছাত্ররাজনীতি গৌরব ফিরিয়ে আনবে বলে আশা করি।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনলাইনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
ক্লাসগুলো পাওয়া যাবে ইউটিউবের https://youtu.be/s-wd4qvgods এই লিংকে।