জেএসসি-জেডিসির রেজাল্ট ৩০ ডিসেম্বর

জেএসসি-জেডিসির রেজাল্ট ৩০ ডিসেম্বর

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার রেজাল্ট ৩০ ডিসেম্বর (শনিবার) প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এতথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী। পরে বেলা ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে।

একই দিন নতুন বছরের বই প্রদান উদ্বোধন করা হবে। গত ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৮ নভেম্বর।

এবছর ২৮ হাজার ৬২৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে অংশ নেয়। মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

 

আরও পড়ুন :

নাপোড়া সেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য হীরকজয়ন্তী

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *