জুমআর দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

ইসলামী ডেস্ক: জুমঅার দিনের দোয়া কবুলের কিছু মুহূর্ত :

…………………………………………………………………

জুমআর দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, যে সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকনে। মুহূর্তটি সম্পর্কে মতভেদ থাকলেও দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। এ সময় সম্পর্কে ৪৩টি অভিমত পাওয়া যায়। যার কিছু তুলে ধরা হলো-

 

>> ইমাম যখন খুৎবা দেন;

>> জুমআর নামাজে সুরা ফাতিহার পর ‌’আমিন’ বলার সময়;

>> আসর হতে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে;

>> মুয়াজ্জিনের আজানের সময়;

>> সূর্য ঢলে পড়ার সময়;

>> ইমাম খুৎবা দেয়ার জন্য মিম্বরে ওঠার সময়;

>> উভয় খুৎবার মধ্যবর্তী বসার সময়;

>> জুমআর দিন ফজরের আজানের সময়;

>> একেক জুমআর একেক সময়;

>> বৎসরে কোনো এক জুমআর দিনে ঐ মুহূর্তটি রয়েছে।

 

তাছাড়া হাদিসে এসেছে-

হযরত আবু দারদা ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমআর দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, এটা ইমামের মিম্বরে বসার সময় হতে নামাজ শেষ করা পর্যন্ত সময়টাই। (মুসলিম, মিশকাত)

 

সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো- দোয়া কবুলের সে মুহূর্তটি পূর্ণ দিনের মধ্যে লুকায়িত রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো- বান্দা যাতে জুমআর দিন সর্বদা ইবাদাত-বন্দেগিতে মশগুল থাকে।

 

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিনে ইবাদাত-বন্দেগির মধ্যে অতিবাহিত করার তাওফিক দান করুন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *