পাবনাতে দাও পাঠিয়ে
জিসান মেহবুব
রাস্তা-ঘাটের বেহাল দশা
পারে না জান কুলিয়ে
ধাক্কা খেয়ে পেটের নাড়ি
উঠতে থাকে গুলিয়ে।
বাসের সিটে যায় না বসা
যায় সারাপথ ঝাকিয়ে
যাত্রী শাসায় চালকটারে
কখনো চোখ পাকিয়ে।
রোডের মাঝে গর্ত কেবল
করবে কি ওই বেচারা!
সময়মতো ছুটতে হলে
নেইতো উপায় এছাড়া।
উন্নয়নের বয়ান তো খুব
বিলবোর্ডে দেয় সাঁটিয়ে
পাগলগুলো ধরে এবার
পাবনাতে দাও পাঠিয়ে।