জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এলএমজি রশিদ পুত্র বাঁশখালীর সন্তান জায়েদ বিন রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য -এডভোকেট দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট নাজিম উদ্দীন, সাবেক পিপি এডভোকেট কফিল উদ্দিন, আব্দুচ ছাত্তার ছরওয়ার, কামরুল ইসলাম সাজ্জাদ, আইনজীবী নেতা-এড রেজাউন নুর সিদ্দিকী উজ্জ্বল, আনোয়ার হোসেন, এম দেলোয়ার হোসেন, নাসির উদ্দীন, আবু নাছের বিন হাসেম, শওকত ওসমান, আরাফাত প্রমুখ।
বক্তারা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি