অকারণ ভালোবাসা
জাহেদ উদ্দীন মোহাম্মদ
অথচ দেখো, কি মিষ্টি চাঁদ!
পানি নেই, বাতাস নেই,
ভীষণ রুক্ষ এবং পাথুরে,
দূর হতে দেখি, ভালো লাগে;
তাই ভালোবাসি।
তুমিও মায়াবী চাঁদের মতো
কল্পনায় মোড়ানো কোন স্বপ্নসৌধ
ছোঁয়া যাবে না, পাওয়া হবে না,
শুধু দূর হতে দেখি- আর
অকারণ ভালোবাসি।