সরল প্রতিনিধি : বাঁশখালীতে ফের যুবক খুনের ঘটনা ঘটেছে। গতরাত ১০ টার দিকে সরল ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামের মুন্সিহাটে জমির হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সে নছু মিয়ার পুত্র বলে জানা গেছে।
হাসপাতালে পৌঁছতে না-পৌঁছতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জানা গেছে, সে যুবলীগ কর্মী ছিল।
উল্লেখ্য, গেল সপ্তাহে এই ইউনিয়নের পাইরাংয়ে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছিল।