জামাল উদ্দীনের কবিতা || তুমিই কহিনূর

জামাল উদ্দীনের কবিতা || তুমিই কহিনূর

তুমিই কহিনূর
জামাল উদ্দীন

কহিনূর কেবা চিনত বলো
হাজার যুগের আগে
জহুরি নয়কো তোমাকে সখা
কহিনূর সম লাগে ।

কয়লার চাপে কহিনূর কাটে
যুগান্তরের দিবা,
জহুরির চোখে না পড়লে তারে
কহিনূর বলে কিবা।

আজ তারে নিয়ে কত কাড়াকাড়ি,
সেদিনও কয়লা যেবা !
কত দেব-দেবী, রাজা ও রানীর
বাড়াইল সে শোভা ।

তুমি তারই মত আলোক ছড়াবে
এই ধরণীর বুকে,
লিখে রেখো সখা একথাটি আমি
রাখলাম আজ টুকে।

দেখবে সেদিকে সকলে গাইছে
তোমারই গড়া সুর,
কয়লায় থাক্ কিংবা মুকুটে
কহিনূরই কহিনূর ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *