OIC রে OIC
জামশেদ চৌধুরী
OIC রে OIC
OIC রে OIC,
তোর কারণে পরের কাছে
নিজের মানটা খোয়াইছি।
শান্তিদেবী সূ চি’র বুলেট
মারছে মুসলমান।
এত ডাকি কোথায় গেলি?
তুই কি নাফরমান!
কান দিলি না, ত্রাণ দিলি না,
অবাক চেয়ে রই,
মুসলমানের এ দুর্দিনে
তোর নেতারা কই?
রক্তে আগুন জ্বলার কালে
রইলি বরফ হিম,
তাহলে তোর নাম দিব কি
নেহাৎ ঘোড়ার ডিম?
OIC রে OIC,
ইতিহাসে দেখিস কোথাও
আমরা মাথা নোয়াইছি?