কাল ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম চট্টগ্রাম ইউনিটের আলচনা সভা আগামীকাল ৭ নভেম্বর চট্টগ্রাম কোর্টের আইনজীবি অডিটোরিয়ামে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ কবির চৌধুরী। সভাপতিত্ব করবেন সাবেক বিভাগীয় পিপি এডভোকেট মকবুল কাদের চৌধুরী। আইনজীবি ফোরামের পক্ষে সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠান সফল করার আহবান জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন এম নাছির উদ্দিন।
||প্রেস বিজ্ঞপ্তি||