আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: প্রতিকূলতা জয় করে ‘শিক্ষা ও চাকুরি’ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান ডা. সুপর্ণা দে সিম্পু।
মহিলা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’ কার্যক্রম সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। ৫ ক্যাটাগরিতে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ৫ জয়িতার মধ্যে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করায় জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হন তিনি। উল্লেখ্য জয়িতা অন্বেষণে প্রতিযোগিতায় তিনি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্তভাবে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হন।
এ প্রসঙ্গে ডা. সুপর্ণা দে সিম্পু বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমি খুব খুশি দীর্ঘদিন পর নিজের পরিশ্রমের স্বীকৃতি পেলাম। তাছাড়া এ ক্যাটাগরিতে আমার হাত ধরে বাঁশখালী প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছিল। এর ধারাবাহিকতায় জেলা ও বিভাগীয় পর্যায়েও আমি নির্বাচিত হই। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নেয়ার গৌরব অর্জন করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই৷
তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত আছেন।
প্রসঙ্গত, তিনি সন্তান প্রসবের দিন বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সেবারই কৃতিত্বের সাথে ক্যাডার নির্বাচিত হয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন।
কাল ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এ সম্মাননার উদ্যোক্তা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর।