জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা-ইস্যু তুলে ধরবে বাংলাদেশ

বাঁশখালী টাইমস: জাতিসংঘে চলতি অধিবেশনে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে বাংলাদেশ। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত সহিংসতা বন্ধ এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে দাবি তোলা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক প্রেস বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা বলেন।

এ সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া জাতিসংঘে বিভিন্ন ফোরামে যোগদান করবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
২১ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণে রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন চলছে তার বর্ণনা করে গণহত্যা বন্ধের আহ্বান জানাবেন তিনি।

তিনি একাত্তরের গণহত্যা বিষয়টি উত্থাপন করে বিশ্বব্যাপী গণহত্যা বন্ধে করণীয় নির্ধারণে বিশ্ব নেতাদের ভ‍ূমিকা রাখতে বলবেন।

সূত্রে জানা গেছে, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দিতে পারেন। তার সঙ্গে একান্ত বৈঠক করার বিষয়ে বাংলাদেশ কূটনীতিক পর্যায়ে কাজ করছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *