বাঁশখালী টাইমস ডেস্ক: ভারতীয় আধিপত্যবাদবিরোধী বাংলাদেশী রাজনীতিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।
রবিববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর।
দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের স্বাধীনতা পরবর্তী প্রথম কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান।
তিনি আগ্রাসন ও আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর হিসেবে নিজের ভূমিকাকে সুনির্দিষ্ট করার মধ্য দিয়ে বিগত ৪ দশকে দেশের ডানপন্থী রাজনীতির অন্যতম শীর্ষনেতায় পরিণত হন।
জলদ গম্ভীর কণ্ঠে বক্তৃতা করার জন্য ডানপন্থী তরুণদের মধ্যে জনপ্রিয় ছিলেন তিনি।
শফিউল আলমের নেতৃত্বাধীন জাগপা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় বিরোধী জোটের অন্যতম শরিক।
রবিবার সকালে হঠাৎ করে এ শীর্ষ বিরোধীনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোক নেমে আসে।
এরইমধ্যে শফিউল আলম প্রধানের বাড়ির পথে ছুটে গেছেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের বিভিন্ন জোটের নেতৃবৃন্দ।
শফিউল আলমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল, জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান খান।
মরন জয়ী বীর মুজাহিদ।