জলদী মহাজন পাড়ায় এক গৃহবধুর আত্মহত্যা

জলদী মহাজন পাড়ায় এক গৃহবধুর আত্মহত্যা

উপজেলার উত্তর জলদী ৬নং ওয়ার্ড মহাজন পাড়া এলাকায় প্রবাসীর স্ত্রী মনি দাশ (৩৫) নামে এক গৃহবধু আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় খবর পেয়ে থানা পুলিশ আজ রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর সদরের উত্তর জলদী মহাজন পাড়া গ্রামের প্রবাসী সাধন দাশের স্ত্রী মনি দাশ (৩৫) মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। অভাব অনটনের সংসারে যন্ত্রণা থেকে এ আত্মহত্যা করে থাকতে পারে বলছে স্থানীয়রা। মাস সাতেক পূর্বে গৃহবধুর স্বামী ওমানে পাড়ি জমায়।

ওমানে তার স্বামী আয়-রোজগার তেমন করতে না পারায় মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানায় এলাকাবাসী। অভাব অনটন সইতে না পেরে রবিবার বিকাল ৪টার দিকে বাড়ির ছাদের বীমের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। ঘটনা জানতে পেরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন :

বিপুল মুসল্লির উপস্থিতিতে ব্যাংকার সেলিমের জানাযা সম্পন্ন

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *