তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালীর খ্যাতনামা কওমী মাদরাসা জলদী বড় মাদরাসা (বাইঙ্গা পাড়া মাদরাসা) কে দাওরায়ে হাদীস পাঠের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। তিনি আজ বিকেলে মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বলেন- বাঁশখালীর এমন কোন আলেম নেই; যিনি এই মাদরাসায় অধ্যায়ন করেননি। আপনারা কি চান না, এই মাদরাসায় আবার সেই পরিবেশ ফিরে আসুক। আপনারা চাইলে এই মাদরাসায় দাওরায়ে হাদীস পাঠদানের ব্যবস্থা করা হবে। সবাই মাদরাসাটির প্রতি সুদৃষ্টি রাখবেন, সহযোগিতা করবেন।

আল্লামা শাহ আহমদ শফী মাহফিলে আগতদের মধ্যে আগ্রহীদের বয়াত প্রদান করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন। পরে তিনি কড়া পুলিশী প্রহরায় বাঁশখালী ত্যাগ করেন।
এখানে বর্তমানে দাওরায়ে হাদীস আছে