তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর জলদী দারুল কারীম মাদরাসার তিন দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক মাহফিল শুরু আজ। বাঁশখালী উপজেলা পরিষদ সংলগ্ন সৈয়দ বাহারুল্লাহপাড়া ময়দানে অনুষ্ঠিতব্য এই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আজ বাদে যোহর থেকে। তিন দিন ব্যাপী এই মাহফিলকে ঘিরে আয়োজক কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাঁশখালী প্রধান সড়কসহ বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে তোরণ, প্রস্তুত করা হয়েছে বিশালাকার প্যান্ডেল। এই মাহফিলকে ঘিরে স্থানীয়দের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। তিন দিন ব্যাপী এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি উপস্থিত থাকবেন। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, দারুল হেদায়া মাদরাসার পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী (চট্টগ্রাম), মাওলানা রফিকুল ইসলাম মাদানী (নেত্রকোনা), কিশোর ওয়ায়েজ জুনায়েদ আল হাবীব (কুমিল্লা), আল্লামা মুফতি নুর হোসেন নুরানী (ঢাকা), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী (কুমিল্লা), মাওলানা মুফতি রিজওয়ান রফিকী (ঢাকা), মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুরী (ঢাকা), মাওলানা কামরুজ্জামান আইয়ুবী (চাঁদপুর), আল্লামা হাবিবুল ওয়াহেদ (রাজঘাটা), মাওলানা হাফেজ মুহাম্মদ খুবাইব, মাওলানা ওবাইদুর রহমান হুযাইফী (ঢাকা), মাওলানা জসীম উদ্দীন মিসবাহ (কক্সবাজার), মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিকী (ঢাকা), মাওলানা আলাউদ্দিন ওসমানী (যশোর), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী (চট্টগ্রাম) প্রমুখ বয়ান পেশ করার কথা রয়েছে বলে মাহফিল আয়োজক কমিটি জানিয়েছে।
মাহফিলের ব্যাপারে দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ বাদে যোহর থেকে মাহফিলের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মাহফিলকে সফল ও স্বার্থক করতে আমরা প্রশাসনসহ সকলের আন্তরিক সহযোগিতা চাই। মহিলাদের জন্যও এবার খাচ পর্দার সহিত আলাদা প্যান্ডেলে ওয়াজ শুনার ব্যবস্থা রয়েছে। তিন দিন ব্যাপী বিশাল এই মাহফিলে সকলের প্রতি দাওয়াত রইল।’